ডিমলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারীর ডিমলায় ইয়াবাসহ একত যুবককে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। সে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারের পার্শ্ববর্তী এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ তাহের আলী (২২)। থানা পুলিশ সূত্রে জানা যায়, তাহের আলী দীর্ঘদিন ধরে মাদক ট্যাবলেট ইয়াবা সেবনসহ বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে এসআই সাহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে শুটির বাড়ীর মতির বাজার নামক এলাকা থেকে ৮টির ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারের সময় তাহের আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার একটি বড় চালান সরিয়ে ফেলে বলেও পুলিশ জানায়। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) ধারায় মামলা করা হয়েছে। যার নং- ১৭/১৬, তাং- ২৪/১২/২০১৬ ইং।



মন্তব্য চালু নেই