ডিমলায় মোবাইল চুরি করতে গিয়ে আটক যুবক

হামিদা আক্তার, নীলফামারী : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় শনিবার রাত আনুমানিক ১১.৩০ মিনিটে অভিনব কায়দায় মোবাইল চুরি করার সময় রফিকুল ইসলাম রফিক(২৫) নামের এক যুবক চোরকে আটক করেছে ব্যবসায়ীরা। এ সময় তার নিকট চুরি করা ২১টি মোবাইল সেট ও ৫ হাজার ৫’শ টাকা পাওয়া যায়। রাতে আটককৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে ডোমার উপজেলা সদরের খাটুরিয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র। মোহনা টেলিকমের মালিক হারুন অর রশিদ সূর্য বলেন, ডিমলা কেন্দ্রীয় স্মৃতি অম্লান চত্তরে শনিবার রাতে সাড়ে ১০টা বন্ধ করে বাসায় খাওয়া করতে যাই। রাতে থাকার জন্য সাড়ে ১১টা এসে দোকান খুলে দেখি দোকানে কোন মোবাইল নেই টিনের চাল কেটে ভিতরের ছাত ও লোহার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্রান্ডের ৪১টি মোব্ইাল চুরি হয়েছে যার আনুমানিক মুল্য ১ লাখ ৩০ হাজার এবং দোকান ক্যাশ বাক্সে ছিল ৬১ হাজার ৫’শ টাকা। পাশে মুন্না ক্লথ ষ্টোর কাপড়ের দোকানে শব্দ হতে থাকলে টের পেয়ে মুন্নার চিৎকারে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলে। মোবাইল চোর পুলিশ হেফাজত থাকাকালীন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সাথে আরেক জন ছিল। ডিমলা থানার সেকেন্ট অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন আহম্মেদ ও এস আই মাসুদ মিয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি চুরি মামলা দায়ের করে ২ এপ্রিল দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই