ডিমলায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

হামিদা আক্তার, নীলফামারী থেকে : ”আসুন বিষন্নতা নিয়ে কথা বলি” এবারে এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক এর সহযোগীতায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস/১৭। ৭ এপ্রিল শুক্রবার সকালে স্বাস্থ্য বিভাগের উপজেলা শহরে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার আলম এর সভাপতিত্বে এবং এমটি ইপিআই অজিত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ লোকমান হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মহাদেব কুমার রায়,পরিসংখান বিদ মোঃ জহুরুল হক, প্রধান অফিস সহকারী মোঃ ফারুক হোসেন, স্বাস্থ্য সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান,স্বাস্থ্য লিমা প্রমূখ। আলোচনা সভায় সভাপতির সংক্ষিপ্ত বক্তৃতায় ডাঃ মোঃ সারোয়ার আলম বলেন, বিষন্নতা মানুষকে অসুস্থ্য করে ফেলে। তাই সকলের উচিত বিষন্নতায় না ভুগে খোলামেলা হাসিখুশি থাকতে হবে। পরিবারের কাউকে বিষন্নতায় ভুগতে দেখলে তাদের সাথে কথা বলতে হবে। তাদেরকে হাসিখুশি রাখতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে সুস্থ্য দেহ ও মনের অন্তরায় হচ্ছে এই বিষন্নতা। উল্লেখ্য, দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বে-সরকারী সংস্থা ব্র্যাক,পল্লী শ্রী’র রি-কল প্রকল্পের কর্মীবৃন্দ অংশগ্রহন করেন।



মন্তব্য চালু নেই