ডিমলায় সারাদেশের ন্যায় পালিত হয়েছে গণহত্যা দিবস

হামিদা আক্তার, নীলফামারী : ২৫ মার্চ শনিবার সকালে এই প্রথর্ম বারের মতো সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল গণহত্যা দিবস/১৭। গণ হত্যা দিবসে উপজেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষে একটি বিশাল র‌্যালী বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে মিলিত হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক বাবু নিরেন্দ্রনাথ রায়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আ’লীগ ইউনিয়ন সভাপতি বাবু মহিত কুমার সিংহ রায় প্রমূখ।

আলোচনা সভায় মোহাইমেনুল ইসলাম রনি’র সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোখলেছার রহমান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমূখ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকার, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন স্বাধীন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুর রশিদ লেবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সর্বস্তরের সকল পেশাজীবি সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমূখ।



মন্তব্য চালু নেই