নীলফামারীর ডিমলায় চুরি যাচ্ছে মটরসাইকেল : আতংকে এলাকাবাসী

হামিদা আক্তার, নীলফামারী থেকে : নীলফামারীর ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারের পূর্ব-দক্ষিন প্রান্তে মানিক চন্দ্র রায় বাড়ী থেকে রাতে ১টি মটর সাইকেল চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, গত ০১ এপ্রিল মানিক চন্দ্রের মটরসাইকেলটি পূর্ব ঘরের বারান্দায় প্রতি দিনের ন্যায় রাখা ছিলো। ঘটনার দিন আনুমানিক রাত ৩ টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন বারান্দার গ্রিলের তালা ভাঙ্গা ১৫০ সিসি কালো রঙ্গের পালছার মটরসাইকেলটি চুরি গেছে। যার চেচিস নং-MD2A11CZ8DCC83346, ইঞ্জিন নং-DHZCDC83794, রেজি নং-নীলফামারী-LA-11-0755।এ বিষয়ের ডিমলা থানার সাধারন ডায়েরী নং- ১৪৫ তারিখ- ০৩/০৪/২০১৭ ইং। অপরদিকে একই রাতে তার পার্শ্ববর্তী বসবাসকারী এলাকাবাসী প্রভাষক জাহাঙ্গীরে বাসা থেকেও একই কায়দায চোরেরা সেন্ডিকেট তৈরী করে আরও ১টি মোটরসাইকেল চুরিকরে নিয়ে যায়। নাম প্রকাশে অনৈচ্ছুৃক এলাকার অনেকেই জানান, অত্র এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ফলে মোটরসাইকেলসহ এলাকাবসীর গরু, ছাগল ও আসবাবপত্রও চুরির ঘটনা বেড়েই চলেছে। এলাকায় একর পর এক চুরির ঘটনা এবং এসব চোরদের ভয়ে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। এ ব্যপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন বলেন, শুধুই চুরি না ঘটনাগুলি একটি ডাকাতি কায়দায় ঘটনানো হচ্ছে। বিষয়গুলি আমি ডিমলা থানার সেকেন্ড অফিসার মোঃ সাহাবুদ্দিন আহম্মেদকে অবগত করেছি।



মন্তব্য চালু নেই