ডিমলায় মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

হামিদা আক্তার, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলা শাখা ছাত্রলীগ সারা দেরে কর্মসূচী অনুযায়ী মৌলবাদ ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। জানা যায়, উপজেলা ছাত্রলীগের আয়োজনে ১ এপ্রিল শনিবার দুপুরে ছাত্রলীগের কার্যালয় হতে একটি মৌলবাদ ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডালিয়া ডিমলা সড়কের মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ” স্মৃতি অম্লান” চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকারের সভাপতিত্বে মানব Ÿন্ধনে বক্তৃতা করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের পিএস মোঃ সাইয়েন কাদির সরকার কানন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের সদস্য মোঃ ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দীন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইফরান আহম্মেদ মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক নাইদ হাসান, সহ-সভাপতি হারূন অর রশিদ, উপজেলা কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ লেবু, উপজেলা সদর ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি মোঃ সায়েদ আলী প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে মানববন্ধনে দাড়িয়ে বলেন, ডিমলা উপজেলাসহ অসামপ্রদায়িক বাংলাদেশ গড়তে জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হতে হবে। যেখানের জঙ্গীবাদ ও মৌলবাদ সেখানের ছাত্রলীগ রুখে দাঁড়াবে।



মন্তব্য চালু নেই