৯ বছরের শিশু করলো আত্মহত্যা!!
৯ বছরের শিশু করলো আত্মহত্যা!! নীলফামারীর ডোমারে তামান্না আকতার নামের ৯ বছরের শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্র দাবি করেছে। বুধবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের শাহী পাড়ার মৃত আজীম উদ্দিন ড্রাইভারের স্ত্রী লাভলি বেগম পড়াশুনার জন্য শাসন করলে কন্যা তামান্না আকতার (৯) অভিমানে শোয়ার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তামান্না কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম জানান, পড়াশুনা নিয়ে মা শাসন করলে অভিমানে শিশুটি আত্মহত্যা করেছে।
উল্লেখ্য, তামান্না আকতার (৯) উপজেলা পরিষদ সংলগ্ন একরামিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল। সে তার মা লাভলি বেগমের দ্বিতীয় স্বামী এমদাদুল হকের বাড়ীতে থেকেই পড়াশুনা করছিল।
মন্তব্য চালু নেই