উটের রাজ্য সাহারা মরুভূমি : বিস্ময়ের কোন শেষ নেই যেখানে

আপনি যদি কখনও গুগলে সাহারা মরুভূমিকে সার্চ করেন, তাহলে পৃথিবীর বুকে একটি ছোট মরুভূমি দেখতে পাবেন। কিন্তু আপনি যতই এর নিকটে যেতে থাকবেন, ততই আপনার বিস্ময়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে।

মরুভূমিতে কোন পানি থাকে না। কিন্তু, এখানে একটি ছোট খালের মত রয়েছে। এটি একটি ভূতাত্ত্বিক ও জুলজিকেল আশ্চর্য। এটি একটি মরূদ্যান। আপনি এর দৃশ্য দেখলে খুবই আনন্দিত হবেন। মরুভূমিতে মানুষ যখন পিপাসার্ত হয়ে চলাচল করেন, তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরণের কূপ, পুকুর, খাল, নদী ইত্যাদি দেখতে পায়। কিন্তু, তা শুধুই একটি কল্পনা। মরুভূমিতে কখনও কোন পানির কূপ, নালা বা অন্যান্য উৎস থাকে না। তবে সাহারা মরুভূমি এক্ষেত্রে ভিন্ন।

camel

সাহারা মরুভূমি কেনিয়াতে ইন্নাদি প্লাটেওতে অবস্থিত। অনেকগুলো পাহাড়ের মাঝে এর অবস্থান। এখানে প্রচুর পরিমাণে উট বসবাস করে। এখানের, মায়াবী পরিবেশ আপনাকে সত্যি আকৃষ্ট করবে।–সূত্র: ভাইরাল নোভা।



মন্তব্য চালু নেই