কিশোরগঞ্জে কালবৈশাখীতে বাবা-ছেলেসহ ৪জনের মৃত্যু

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হঠাৎ কালবৈশাখীতে জেলার ৩টি উপজেলা- পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে ঝড়ের সময় ঘরের ওপর একটি বিশালাকার রেইন-ট্রি গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় হযরত আলী (৩৫) ও তার ছেলে রিজন মিয়া (৭) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ছাড়া কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আব্দুল মান্নানের (৬০) ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

অন্যদিকে নরসিংদীর বেলাবো থেকে মাছ ব্রিক্রি করে শীতল চন্দ্র বর্মণ (৩২) নামে এক জেলে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দিতে হঠাৎ ঝড়ে গাছ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই শীতল চন্দ্রের মৃত্যু হয়।

এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়ায় ধানখেত, সবজিখেত, ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



মন্তব্য চালু নেই