সৈয়দপুরে দূর্ধষ ডাকাতি, পিতা-পুত্রকে কুপিয়ে জখম

নীলফামারী জেলার সৈয়দপুরের কামারপুকুরে এক নৃশংস ডাকাতির ঘটনা ঘটেছে । রবিবার দিবাগত রাত অাড়াইটায় কামারপুকুর ইউপি’র বাগানবাড়ি পাড়ায়
ডাকাতির ঘটনাটি ঘটে ।
এতে তিন জন কে মারাত্নক ভাবে কুপিয়ে জখম করা হয়েছে । অাহতদের মধ্যে গৃহকর্তা ও সৈয়দপুর বাস টার্মিনালস্থ চৌধুরী রেষ্ট হাউজের মালিক মোঃ রকিবুল অালম চৌধুরীর (৫৫) অবস্থা অাশঙ্কাজনক । তার মাথায়, হাতে ও কাধে চাপাতির কোপ লেগেছে । তিনি রংপুর মেডিক্যাল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অাছেন ।
এছাড়াও অন্য দুজনের নাম মোঃ রকি চৌধুরী (১৭) ও রায়হান চৌধুরী (১৫) । এরা দুজনই রকিবুল চৌধুরীর পুত্র । তাদের দুজনেরই মাথায়,হাতে ও
চোখে চাপাতির কোপ লেগেছে । তারাও সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিকে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল কামারপুকুর থেকে ১ জন এবং শহরের বাস-টার্মিনাল ও পাচমাথা থেকে ৩ জন সহ মোট ৪ জন কে সন্দেহভাজন হিসেবে
গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে রক্তমাখা কাপড়ও অালামত হিসেবে জব্দ করেছে । গ্রেফতারকৃতরা হল কামারপুকুর পশ্চিম অাইসঢাল বড়পাড়ার বাসিন্দা মৃত মোজাম্মেল হক সরকারের পুত্র পেশাদার হেরোইনসেবী মোঃ মমিদুল ইসলাম (৪২) , সৈয়দপুর মুন্সিপাড়া কণসার্ণের বাসিন্দা সিরাজুল ইসলামের
বখাটে পুত্র বহু অপরাধের জনক ইশতিয়াক অাহমেদ (২৫), তারাগঞ্জ উপজেলার চিকলী দোয়ালীপাড়ার বাসিন্দা মোঃ ইলিয়াস হোসেনের পুত্র মোঃ নীরব (২২) এবং একই গ্রামের মৃত অালতাফ হোসেনের পুত্র মোঃ শফিয়ার রহমান (৩০) ।
ডাকাতি সংঘটিত পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, রাত অাড়াইটায় রকিবুল চৌধুরীর বাসার গেটের বাইরে রাখা ধান নাড়া-চাড়ারশব্দে গৃহকর্তা জেগে ওঠেন । এরপর রকিবুল চৌধুরী দরজার ফাক দিয়ে দেখতে পান দুইজন ব্যক্তি ধান নাড়াচাড়া করছে । তিনি চোর মনে করে দরজা খুলতেই অতর্কিত ভাবে প্রথমে রকিব চৌধুরীর মাথায় চাপাতি দিয়ে কোপ দেয় ডাকাতরা ।
এরপর তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে মাটিতে ফেলে উপুর্যপুরি ঘাড়ে কোপাতে থাকে । একপর্যায়ে রকিব চৌধুরীর চিৎকারে তার ছেলেরা এগিয়ে অাসলে তাদেরকেও এলোপাখারীভাবে ডাকাতরা কোপাতে থাকে । ডাকাতদের নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে রকিব চৌধুরীর বড় ছেলে রংপুর ইমেজ কলেজের ছাত্র রকি জানায়, দরজা খুলেই দেখি বাবার মাথার ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে । ওরা ১০-১৫ জন ছিল, কয়েকজন মুখোস পরিহিত অবস্থায় ছিল । অামি ও অামার ছোট ভাই কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রায়হান বাবাকে বাচাতে গেলে ওরা অামাদেরকেও কোপ দেয় ।
এদিকে তিনজনকে জখম করার পর ডাকাতরা বাসায় ঢুকে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় । তারা বাসা থেকে একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল, ১ টি কম্পিউটার, ৬ টি মোবাইল ফোনসেট, নগদ ২০ হাজার টাকা সহ পাচ ভরি স্বর্নালঙ্কার নিয়ে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে ।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন জানান, অাটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে । মামলা হলেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের নাম অনুযায়ী তাদের গ্রেফতার করা হবে ।
মন্তব্য চালু নেই