ডিমলায় স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী কুচকাওয়াজ ডিসপ্লে

হামিদা আক্তার, নীলফামারী : নীলফামারীর ডিমলায় সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারী, বে-সরকারী সংস্থা, বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈকি সংগঠন, পেশাজীবি সংগঠন, সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন সমূহসহ বিভিন্ন সমিতির সংগঠকবৃন্দ উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ”স্মৃতি অম্লানে” পুষ্পমাল্য অর্পনের মধ্যে ৭১’এর বীর শহীদরে প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। দিনের শুরতেই ভোর ৫.১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে সরকারী প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা শিক্ষা বিভাগ, কৃষি বিভাগ, এলজিইডি, সমাজ সেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, বিআরডিবি, এলজিইডি, ত্রাণ শাখা, কৃষি,রুপালী ও সোনালী ব্যাংক,রাজিৈনতিক সংগঠন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহ, জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ, উপজেলা জাতীয় পার্টি, ওয়ার্কাস পাটি, প্রাথমিক শিক্ষক সমিতি, ডিমলা রিপোর্টাস ইউনিটি ও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, শিশু অধিকার আদায় কল্পে শিশু সংস্থা ফাইট ফর চিলড্রেন, সকল পেশাজীবি সংগঠনগুলি। এরপর উপজেলা পরিষদ মাঠে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম ও ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন। জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। জাতীয় পতাকা সম্মান প্রর্দশন পূবর্ক প্যারেড কমান্ডার ডিমলা থানার এসআই ফিরোজের নেতৃতে বিশেষ অতিথিবৃন্দদের সাথে নিয়ে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্যারেডগুলি পরিদর্শন করেন। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তৃতার পরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ। বিভিন্ন শারীরিক কচরোধ ও বিভিন্ন দেশাত্ববোধক গানের মাধ্যমে কেজি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, উচ্চ বিদ্যালয় ও কলেজ সমুহসহ প্রায় অর্ধ-শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মনোমুদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে ।



মন্তব্য চালু নেই