কিশোরগঞ্জ পাবলিক স্কুলের অবিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাবলিক স্কুলের অবিভাবক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রতিষ্ঠাতা সভাপতি আবু হানিফ শেখ জুয়েলের পরিচালনায় ও ডা.মো. আজিজুল হকের সভাপতিত্বে উক্ত অবিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক আলহাজ¦ এ জেড এম এ সাত্তার,ডা. আব্দুল গফুর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম কাদির,স্কুলের অন্যতম অবিভাবক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও কিশোরগঞ্জ ওয়ালটনের পরিবেশক রশিদুল ইসলাম বাবু ও কেশবা ইউনাইটেড মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ময়দানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সাংবাদিক শাকীর প্রমূখ। পরে অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন শ্্েরণীতে মেধা অর্জনকারী ছাত্র ছাত্রীদেরকে ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। শেষে স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



মন্তব্য চালু নেই