ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

হামিদা আক্তার, (নীলফামারী) : ”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো ডিমলা রানী বৃন্দারানী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান/১৭। ১৮ ফ্রেব্রুয়ারী শনিবার সকালে নীলফামারীর ডিমলায় উক্ত সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,নীলফামারী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ প্রমূখ। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম সিদ্দিকী বাবলুর সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগীতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাছাড়া ছাত্র-ছাত্রীদের মন ও শরীর ভালো রাখতে ক্রীড়া অনুষ্ঠানের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়োমিত শারীরিক কুচকাওয়াচ ও ব্যায়াম অত্যাবশ্যকীয়। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলা ও সাংস্কুতিক অনুষ্ঠানের মাধ্যমে গড়ে তুলতে হবে। এতে করে তারা পড়ালেখার মনোবিশন করতে পারবে, তারা আর কোন দিকে মন নিয়ে যেতে পারবে না। তারা নিজেদেরকে একটি দক্ষ মানুষ রুপে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নিার্বহী কর্তকর্তা মোঃ রেজাউল করিম, নীলফামারী ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। পরিশেষে বক্তৃতা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার। তিনি বলেন, আমরা বিদ্যালয়ে নিয়োমিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার প্রয়াসে কাজ করে যাচ্ছি নিরন্তন। এ জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সব শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী ছাত্রী-ছাত্রীদের মধ্যে ১ম, ২য় ও তৃতীয় স্থান অধীকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই