অবশেষে ডিমলার প্রধান শিক্ষক লেবু মাষ্টার চিরবিদায় নিলেন
হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারী ডিমলা বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান লেবু মাষ্টার অবশেষে ডিমলা বাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি বেশকিছু দিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থেকে অবশেষে উন্নত চিকিৎসা নিতে ঢাকার পথে গতকাল শনিবার রাত ৪ ঘটিকায় শেষ নিশ্বাস ত্যাক করেন। তিনি Rheumatoid Arthritis Daibetes Hyperesion রোগে ভূগীতেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ডাঃ মোঃ কামরুজ্জামান মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকার যাওয়ার পথে মৃর্ত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া (পাথরকুড়া) গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র। মৃর্ত্যুকালে স্ত্রীসহ এক মেয়ে মোছা: মাহজাবিন লিজা, দুই ছেলে লোলাট-লোটাস এবং গুনগ্রাহী ও অসংখ্য শুভাকাঙ্খি ব্যক্তিবর্গ রেখে চলে গেলেন। তার এ অকাল মৃর্ত্যুতে মরদেহ এক নজর দেখার জন্য দক্ষিন তিতপাড়া মেডিকেল মোড় নিজ বাসভবনে সর্বস্তরের মানুষের ঢল নামে। তার মৃর্ত্যুতে কর্মরত শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহ্জ্জা মোঃ আসাদুজজ্জামান কবীর জুয়েল গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা একজন তরুন আদর্শবান শিক্ষককে হারালাম। এ আদর্শবান শিক্ষকের মৃর্ত্যুতে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, প্রবীণ সাংবাদিক শাহ আজিজুল ইসলাম, কোরানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগম, খগাখড়িবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক, খগাবড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম,নাউতারা এমঅই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান রানা, দক্ষিন ঝাড়শিংহেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম,ডিমলা সপ্রাবি প্রধান শিক্ষক মৌসুমী আক্তার,মেডিকেল মোড় শিশু কলি সপ্রাবি প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক, সুন্দরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম,ঝেল্লাপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ সামছুল হক, দক্ষিন তিতপাড়া খানাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শেফালী বেগম,নুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রাব্বানী প্রধান, রুপাহারা সপ্রাবি সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকীসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভূট্ট, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা ও মহিলা বিষয়ক সম্পাদিকা হামিদা আক্তার স্মৃতি, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ঢল নামে মৃত লেবু মাষ্টারের মৃতদেহটি শেষ বারের মত দেখতে। এসময় তারা দু চোখের পানি ছেড়ে দিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে। উল্লেখ্য,রোববার বাদ আছর তার কর্মস্থল বাবুরহাট মডেল সপ্রাবি মাঠে ১ম নামাজে জানাজা ও তার গ্রামের বাড়ী পাথর কুড়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে (মেডিকেল মোড়) নিজ বাড়ীরে পার্শ্বেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মন্তব্য চালু নেই