ডিমলায় আওয়ামীলীগের ইউনিয়ন কার্যালয় ভবনের শুভ উদ্বোধন
হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারী ডিমলা উপজেলায় গত ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ ইউনিয়ন কার্যালয়ের বালাপাড়া ইউনিয়ন শাখা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ভবনের শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধরন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ২নং বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রাশেল ইসলাম, লিটু, ডিমলা রিপোর্টার্স ইউনিটির কার্যকারী সদস্য লাজু হোসেন প্রমূখ। এ উপলক্ষে বালাপাড়া শাখা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের দেশ প্রেম ও ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সার্বিক উন্নয়ন প্রতিফুলিত হচ্ছে। সুতরাং আসুন আমরা সকলে মিলে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাকে আরো বেশী শুক্তিশালী করি। দেশের সাধারণ মানুষসহ আমরা সকলে মিলে কাজ করলে দেশ ও জাতীকে উন্নয়নের শীল দেশের দেিক নিয়ে যেতে পারবো।
মন্তব্য চালু নেই