প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার নিভৃত এক পল্লীতে প্রতিপক্ষকে ফাঁসাতেই এবার নিজের ঘরে নিজেই আগুন দিয়েছে জনৈক্য ব্যক্তির এক বাড়ীতে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার নাইতারা ইউনিয়নের পশ্চিম শালহাটি গ্রামের মৃত খলিল ইসলামের পুত্র মোঃ গোলাম মোস্তফা পূর্ব শুত্রুতার জেরে কেবল মাত্র প্রতিপক্ষকে ফাঁসাতেই তার নিজের রান্না ঘরে আগুন লাগিয়েছেন বলে এলাকাবাসীরা জানিয়েছে।
গত ১৭ নভেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, ঘরটিতে আগুন লাগলেও ঘরের একটি অংশ পুড়ে গিয়ে আর আগুন বেশীদুর যেতে পারেনি। আগুন লাগার ব্যাপারে বাড়ীর মালিক গোলাম মোস্তফা জানান, ঘটনার দিন রাত আনুমানিক ২ টায় কে বা কাহারা আমার বাড়ীতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে আমরা টের পেয়ে আগুন নিভে ফেলি। তবে আমাদের সন্দেহ হয় বেশকিছু দিন পূর্বে প্রতিবেশী মোজাম, আজিজুল রফিকুল ও আসাদুলসহ তাদের পক্ষীয় লোকজনেরা এঘটনা ঘটাতে পারে। তাদের সাথে বেশ কিছুদিন পূর্বে এক তুচ্ছ ঘটনায় ঝগড়া বিবাদ ও মার-ডাং হয়। তাই আমাদের সন্দেহ তারাই এ কাজ করতে পারে। এ ঘটনায় তাৎক্ষনিক গোলাম মোস্তফার বাড়ীতে আগুন লাগানোর বিষয়ে কথা হয় উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোবারক হোসেনের সাথে। তিনি মুঠোফোনে বলেন,প্রতিবেশীদের সাথে সামান্য ব্যাপারে মার-ডাং এর ঘটনা ঘটায় গোলাম মোস্তফা তাদের বিরুদ্ধে মামরা করেন। পরে স্থানীয় ভাবে বসে আমরা ইউপি চেয়ারম্যান, আমি মেম্বার, শালহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সকলে মিলে বিষয়টি স্থানীয় মিমাংশা করে দিয়েছি। এ ঘটনার বেশ কিছু পরেই আগুন লাগার ঘটনাটি ঘটলো। আমাকেও এলাকাবাসীরা বলেছে বিষয়টি প্রতিপক্ষওকে ফাঁসানোর জন্যই এরকম ঘটনা ঘটানো হয়েছে বলেও এলকাবাসী ধারনা করছে। এ ঘটানয় এলাকাবাসী হতবাক হয়েছেন বলেও এলাকাবাসীরা প্রতিবেদককে জানিয়েছেন। তবে গোলাম মোস্তফার প্রতিবেশী ও প্রতিপক্ষ মোজাম জানান মুলত আমাদেকে ফাঁসাতেই তিনি তার ঘরে আগুন দিয়েছে।
মন্তব্য চালু নেই