নীলফামারীর জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মত বিনিময় সভা
হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ৪ ডিসেম্বর রোববার বিকালে নীলফামারীর জেলা প্রশাসকের সাথে জেলার ৬ টি উপজেলা ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলার রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ জাকির হোসন এর উপস্থিতিতে উপস্থিত ছিলেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভূট্ট,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা,সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মিলন, ডোমার ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্ট,সাংগঠনিক সম্পাদক আফিউল হক রতন,জলঢাকা ইউনিটির সভাপতি মৃর্ত্যুঞ্জয় রায়,সাধারণ সম্পাদক সেকেন্দার বাদশা,কিশোরীগঞ্জ ইউনিটির সভাপতি বাদশা আলমগীর, সাধারণ সম্পাদক রফিকুল ইসরাম রাজ, নীলফামারী জেলা ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আল-আমিন,সিনিয়র সহ সভাপতি আবু হাসান প্রমূখ।
সভায় জেলা ই্উনিটির সভাপতি বলেন,আমরা জেলায় রিপোর্টাস ইউনিটির সদস্যরা ঐক্যবদ্ধ। ইউনিটির মাধ্যমে ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হবে। এবং এ ফান্ড থেকেই ইউনিটির সদস্যদের যে কোন মূর্হূতে কিংবা আকর্ষিক বিপদজনক অবস্থার সৃষ্টি হলে এমনকি কোন সদস্যে নিহত কিংবা আহত হলে ঐ ফান্ড থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন যে কোন মূল্যেই ইউনিটির সদস্যদেকে সংঘটিত করা হবে এবং এক সাথে কাধ মিলিয়ে কাজ করে যাব। তিনি ইউনিটির বিভিন্ন দিক তুলে ধরেন মত বিনিময় সভায়।
এ সময় প্রায় ঘন্টা ব্যাপি উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন বলেন, এক সময় নীলফামারীকে মঙ্গাকবলিত এলাকা হিসেবে দেখানো হত। কিন্ত এখন আর নীলফামারীকে তা বলা হয় না, বলা হয় শায়েনিং (উন্নত) জেলা। তিনি বলেন, অনেক পেশা থাকার পরও আপনারা এ মহান পেশায় যোগ দিয়েছেন। আপনারা অনেক কিছুই বুঝেন ও জানেন।
সুতরাং ইতিবাচক ,সচেতনতা মূলক এবং মানুষকে উজ্জীবিত করে এমন সংবাদ পরিবেশন করে জেলাবাসী একটি সুন্দর ও উন্নত জেলা উপহার দিবেন। আপনাদের সু-পরামর্শ ও ভালো লেখনির ফলেই আজ নীলফামারী জেলা মঙ্গাকবলিত থেকে অবস্থার পরিবর্তন হয়ে উন্নত জেলায় পরিনত হয়েছে। এ সময় তিনি ইউনিটির পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলেও জানিয়েছেন।
মন্তব্য চালু নেই