ডিমলায় ১৩ জুয়াড়ুর ভ্রাম্যমান আদালতে জরিমানা
হামিদা আক্তার বারী, ডিমলা করেসপন্ডেট, নীলফামারী : গতকাল ২২ আগষ্ট সোমবার সন্ধায় নীলফামারীর ডিমলা থানা পুলিশের হাতে পৃথক দুইটি স্থান থেকে ১৩ জন জুয়াড়ীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী বাজারের শ্রমিক অফিসে স্থানীয় জুয়াড়–রা দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। ঘটনার দিন স্থানীয় সচেতন মহলের মৌখিক অভিযোগের ভিক্তিতে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ধায় ৫ জুয়াড়ীকে প্রকাশ্যে জুয়া খেলাবস্থায় পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় কমপক্ষে আরো ১০/১২ জন জুয়াড়– জুয়ার আসর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন ছাতনাই কলোনী গ্রামের তৈজা (৫০), জুয়েল (৩৮), সুলতান (৪৫), সেবু মিয়া (৪৫) ও অ আবু বক্কর সিদ্দিক (৩৮)। একই দিনে রাত ৮.৩০ মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদরের জাতীয় পার্টি অফিস থেকে আরো ৮ জুয়াড়–ীকে আটক করেন পুলিশ। আটককৃত জয়াড়ুরা হলেন-দক্ষিন তিতপাড়া আজিজুল (৩০), মজনু (২৮), জামিয়ার (৩৬), দক্ষিন সুন্দর খাতা গ্রামের শেখ ফরিদ(২৫), পোষ্ট অফিস মোড়ের শহিদুল ইসলাম (৪৪), বাবুর হাট গ্রােিমরর বাবুল হোসেন (৩৬), বাবলু রায় (৩৫) ও লেবু মিয়া (৩৬)। ডিমলা থানা পুলিশের এসআই খোরশেদ,এসআই সাহাবুদ্দিন, এসআই সফিয়ার রহমান, এসআই আঃ লতিফ, এসআই স্বজল রায়সহ আরো সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উলে¬খিত জুয়াড়–দের গ্রেফতার করেন। থানায় আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১৯৬৭ সালের ১৩ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা ভূমি কমিশনার মিল্টন চন্দ্র রায় প্রত্যেককে ৬’শ টাকা করে জরিমানা করেনর। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃত জুয়াড়ুদের মুচলেকা নিয়ে এবং ভ্রাম্যমান আদালতে বিচারের মাধ্যমে জরিমানা করা হলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
মন্তব্য চালু নেই