কিশোরগঞ্জে কেয়ার’র উদ্যোগে স্যানিটারী ন্যাপকিন সম্পূর্না বিক্রয় উদ্বোধন
খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: জিওবি ইউনিসেফ ক্যাট্স এ ই সি এম প্রকল্পের সহযোগীতায় কিশোরগঞ্জ নব দিগন্ত কিশোরী সংগঠনের উদ্যোগে কিশোরীগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্যানিটারী ন্যাপকিন সম্পূর্না বিক্রয়ের উদ্বোধন করা হয়।
জিওবি ইউনিসেফ ক্যাট্স এ ই সি এম প্রকল্পের আয়োজনে সকালে কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল মারুফ সাকলানের ছোট ভাই শিক্ষানুরাগী মোকছেদ আলম।
স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জিওবি ইউনিসেফ ক্যাট্স এ ই সি এম প্রকল্পের এ্যাকশন রিচার্সার মোঃ দেলোয়ার হোসেন,কমিউনিটি ফ্যাসিলিটেটর রেজাউল করিম,ফিরোজা বেগম ও প্রদ্বীপ কুমার প্রমূখ।
এ সময় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত থেকে প্রয়োজনীয় স্যানিটারী সম্পূর্না ন্যাপকিন ক্রয় করেন এবং প্রতিমাসে তাদের প্রয়োজনে ব্যবহারের জন্য নব দিগন্ত সংগঠনের কাছ থেকে সংগ্রহ করার জন্য অভিমত ব্যক্ত করেন।
মন্তব্য চালু নেই