কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার মাগুড়া ইউনিয়নের পারের হাট উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হাসান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোঃ জিয়াউর রহমান,পারের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ। কিশোরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত,জুয়া মুক্ত,বাল্য বিবাহমুক্ত,ইভটিজিং মুক্ত করতে উপজেলা প্রশাসন নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জনতার উদ্দেশ্যে বলেন,অপরাধ দমনে পুলিশের একার পক্ষে সম্ভব নয় বরং অপরাধ দমনে আপনাদের সহযোগীতা থাকলে কোন অপরাধ বিস্তার লাভ করতে পারবে না। তিনি অপরাধ দমনের জন্য কমিউিনিটি পুলিশিংয়ের সকল সদস্য ও গ্রাম পুলিশকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই