কিশোরগঞ্জে উপজেলা পাঠাগার উদ্বোধন

শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় কিশোরগঞ্জ উপজেলা পাঠাগার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার’র উপস্থিতিতে প্রথমে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পাঠাগার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,সংসদ সদস্যের কিশোরগঞ্জ প্রতিনিধি রেজাউর রহমান ফিলিপ,উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলার রহমান,কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম ও উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট অফিসার আইয়ুব আলী প্রমূখ। বক্তারা বক্তব্যে বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে গ্রামীণ ফোনের মাধ্যমে উপজেলা পরিষদে থ্রিজি ও ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করা হবে এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান বলেন,শুধু পাঠাগারে বই পড়ানো নয় যারা এখনো আইটি বিষয়ে ধারণা নিতে পারেন নাই তাদেরকে পাঠাগারের নিচতলায় শিশু বিকশিত কেন্দ্রে বিনামূল্যে আইটি শিক্ষা দিয়ে স্বনির্ভর করে তোলা হবে। পরে সংসদ সদস্য শওকত চৌধুরী কিশোরগঞ্জ কামারপাড়াস্থ কেন্দ্রীয় হরি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্ঠমী অনুষ্ঠানে যোগ দেন।



মন্তব্য চালু নেই