সাজাপ্রাপ্ত আসামীকে সাভার থেকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ

ঢাকা জেলার সাভার থেকে ৪বছর পর সাজাপ্রাপ্ত নারী ও শিশু নির্যাতন মামলার আসামীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,গত ২০১১ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন’র মামলার সাজাপ্রাপ্ত আসামী রণচন্ডি ইউনিয়নের সোনাখুলি এলাকার আব্দুল কাফির ছেলে মুকুল মিয়াকে (৪২) ঢাকা জেলার সাভার থেকে একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

গত সোমবার (০২-১১-২০১৫ইং) গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ জানতে পেয়ে রাতে কিশোরগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এস আই) আব্দুল ওয়াদুতের নেতৃত্বে সঙ্গীয় দু’জন ফোর্সকে সাথে নিয়ে সাভারের উদ্দেশ্যে রওয়ানা হয়। মঙ্গলবার সকালে সাভারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই