রান্নাকরা নাপাশাক খেয়ে একই পরিবারের ১২ জন অসুস্থ্য

হামিদা আক্তার, নীলফামারী : গতকাল ৮ ফ্রেব্রুয়ারী বুধবার সন্ধায় নাউতারা আকাশকুড়িতে শাক খেয়ে একই পরিবারের ১২জন ফুড পয়জনিং এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায়, মৃত মোজাফফ এর পুত্র আব্দুস সাত্তার (৬০), আব্দুস সাত্তারের কন্যা ৯ম শ্রেণীর ছাত্রী ছবি আক্তার (১৪), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম (১৭), গোলাম রাব্বানী (২২), আব্দুল হাই (২৪), ফরিদুল ইসলাম (২৭), আব্দুর রশিদের তিন বছরের শিশু পুত্র ফাহিম , পাচঁ বছর বয়সের আব্দুল সাদিক , কন্যা রুমা আক্তার (২৫), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৫), আব্দুল হাই-এর তিন বছরের শিশুপুত্র জিহাদ ও তার স্ত্রী জবেদা বেগম (২৫)। নাপা শাক খেয়ে ৩ শিশুসহ ও একজন এসএসসি পরীক্ষার্থীসহ ঐ পরিবারের ১২জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাদের সবাইকেকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকা নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মোঃ আব্দুল হাই এর স্ত্রী জবেদা বেগম জানান, আগের দিন রান্না করা নাপাশাক দিয়ে পরিবারের সবাই ভাত খেয়েছিলো। সন্ধ্যার দিকে সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। এব্যাপারে কর্তব্যরত ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার রায় বলেন, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণেই আকস্মিক এই উদরাময় দেখা দিয়েছে। তবে চিন্তার কিছু নেই। সবাই বর্তমানে সুস্থ আছে।



মন্তব্য চালু নেই