রাজশাহীতে কুল নামানোকে কেন্দ্র করে হাসুয়ার আঘাতে আহত ৩
রাজশাহী মহানগরীর কেদুর মোড় এলাকায় কুল (বড়ই) নামানো কে কেন্দ্র করে হাসুয়ার আঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, কেদুর মোড় এলাকার আজিজুল ইসলামের ছেলে মিস্টার (২০), তার বড় ভাই রুবেল (২২), রুবেলের স্ত্রী মুসলেমা (২০), তার ননোদ মিষ্ট (১৮)। এদের মধ্যে রুবেলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিরা প্রথমিক চিকিৎসা নেয়।
জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পলাস এবং ডলার মিষ্টারদের বাড়িতে কুল খেতে যায়। এ নিয়ে মিষ্টরের বড় ভাই রুবেলের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যয়ে ডলার রুবেলের মাথা ইট দিয়ে আঘাত করে।
এ সময় মিষ্টার বড় ভাই রুবলকে বাঁচাতে আসলে তাকে হাসুয়া দিয়ে অঘাত করে। রুবেল ও মিষ্টারকে বাঁচাতে ছোট বোন ও রুবেলের স্ত্রী মুসলিমা এগিয়ে আসলে তাদেরকেও মারধোর করে তারা পালিয়ে যায় ডলার ও পলাস। আহত মিষ্টারের ছোট চাচা সফিকুল ইসলাম জানান, ডাক্তার বলছে মিষ্টারের অবস্থা এখন ভালো। এ বিষয়ে মামলা করা হবে।
মন্তব্য চালু নেই