সিডি চুরির অপবাদে শিশুকে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতন

রাজশাহীর পুঠিয়ায় আবারো চুরির অপবাদে ট্রাকের সঙ্গে বেঁধে নাজমুল হক নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই শিশুর মাথার চুল কেটে কালি মাখিয়ে দেয়া হয়।

মঙ্গলবার ভোরে পুঠিয়া সদরের খাঁন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার নাজমুল (১২) উপজেলার বারোইপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

আরিফুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সদরের খাঁন ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি প্লেয়ার চুরির অপবাদে ভোর থেকে নাজমুলকে একটি ট্রাকের সঙ্গে বেঁধে রাখে কর্মচারীরা।

পরে সকাল ১০ টার দিকে ওই পাম্পের কর্মচারীরা শিশু নাজমুলকে ব্যাপক মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়।

এ ঘটনায় স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে পাম্পের কর্মচারীরা তাকে ছেড়ে দেয়।

তবে পাম্প কর্মচারীরা এ ব্যপারে কোনো প্রকার বক্তব্য দিতে অস্বীকার করেন।

নির্যাতিত শিশু নাজমুলের বাবা হাফিজুর রহমান বলেন, তারা আমার ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে অন্যায়ভাবে মেরেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে খাঁন ফিলিং স্টেশনের কর্ণধার আল মামুন খাঁন বলেন, নির্যাতনের ঘটনাটি আমার জানা নেই। তবে বিপি গাড়ির কর্মচারীরা ঘটনাটি ঘটিয়েছে।

এ রকম কোনো ঘটনার সঙ্গে পাম্পের কর্মচারীরা জড়িত না বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি তদন্ত রাকিবুল হাসান বলেন, ফিলিং স্টেশনে শিশু নির্যাতনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।



মন্তব্য চালু নেই