জঙ্গি আস্তানা নয়, রাজশাহীতে চলছে ‘ব্লক রেইড’ অভিযান

রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে এক কিলোমিটার এলাকা জুড়ে ‘ব্লক রেইড’ অভিযানে নেমেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ওই এলাকায় ‘ব্লক রেইড’ অভিযানে নামে পুলিশ। এর আগে রাত থেকেই ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর ওই এলাকায় ব্লক রেইড চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। এর আগে সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে ওই এলাকার এক কিলোমিটার জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। এরপর সকাল থেকেই ঘিরে ফেলা হয় এলাকাটি।

পুলিশের একটি সূত্র জানায়, নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার চারপাশে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা অবস্থান নেয়।

তবে মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ‘জঙ্গি আস্তানা’ বিষয়ে সরাসরি কিছু না বলে জানান, সংঘটিত অপরাধ দমনে বিশেষ এই অভিযান চলছে।

ইফতে খায়ের আলম আরও বলেন, তারা এলাকা পর্যবেক্ষণ ও অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

তবে এলাকাবাসী জানায়, ‘জঙ্গি আস্তানায়’ যে ধরনের অভিযান চলে পুলিশের সেরকম প্রস্তুতি তাদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

এদিকে ওই এলাকার দুই কিলোমিটারের মধ্যে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।



মন্তব্য চালু নেই