বীরমুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
হামিদা আক্তার, (নীলফামারী) : ১ ফ্রেব্রুয়ারী বুধবার নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বীরমুক্তিযোদ্ধা ইমান আলী (৬৫) মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার দিনগত রাতে নিজ বাড়ীতে রাত সাড়ে তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার বিকাল ৩ টায় তার মৃত দেহের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে গহরপুর টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজের পিছনে পারিবারিক গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, আত্বীয় স্বজন, গুণগ্রাহী ও সকল স্তরের প্রায় হাজার হাজার মানুষ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধার জানাজা নামাজে শরীক হন। মৃর্ত্যুকালে তিনি স্ত্রী পুত্র ও অসংখ্য গুনগ্রাহী ও সহযোদ্ধাদের রেখে পরলোকে পাড়ি দেন। তার মৃর্ত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক জেলা ডিপুটি কমান্ডার আব্দুল জলিল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আলহাজ্জ আশরাফ আলী,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা ন্যাপের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শাহ আজিজুল ইসলাম, ডিমলা রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক হামিদা আক্তার স্মৃতি, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা, পূর্বছাতনাই ইউপি’র চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ খাঁন ও ডিমলা উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমূখ ।
মন্তব্য চালু নেই