প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
বিগত ২৪/০৯/২০১৬ইং তারিখে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ডটকম-এ প্রকাশিত “একই প্রেসক্রিপশনে ১৪ কোম্পানীর ঔষধ! রোগীর নাকি ডাক্তারের প্রয়োজনে?” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রেসক্রিপশনের ফ্রন্ট পেইজের মেডিসিন প্রথম দিনের এবং অপর পৃষ্ঠায় মেডিসিনগুলো দ্বিতীয়বার সাক্ষাতের সময়ের। কোন স্বার্থন্বেশী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার সফলতায় ঈশ্বান্বিত হয়ে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, অবাস্তব সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যথাযথ কর্তৃপক্ষকে সবকিছু জেনে তদন্ত সাপেক্ষে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করছি। -ডা: মো: হারুন-অর-রশিদ
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক হামিদা আক্তার বারীর বক্তব্য : আমি যথার্থ তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজটি করেছি। ভুক্তভোগী রোগীর নিকট থেকে প্রথমে অভিযোগটি পেয়েছিলাম। তাছাড়া অভিযুক্ত ডাক্তারের তৈরি প্রেসক্রিপশন আমি এখানে উপস্থাপন করেছি। নিউজটির ভিতরে ডাক্তারের দেওয়া একটি বক্তব্যও তুলে ধরেছি। যেখানে তিনি উল্লেখ করেছিলেন- ১৪টি কেন কিছু কিছু ক্ষেত্রে ২০ থেকে ২২ প্রকারের ঔষধ দেয়া যেতে পারে। আমি কারও দ্বারা প্রভাবিত হয়ে নিউজটি তৈরি করিনি আর এটি উদ্দেশ্য প্রণোদিত নয়। এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া অভিযোগের একটি অডিও ক্লিপ আমার নিকট সংরক্ষিত রয়েছে।
মন্তব্য চালু নেই