নীলফামারীর ডিমলায় হিরোইন বিক্রেতার ৩ মাসের কারাদন্ড

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : গতকাল বুধবার সন্ধা সাড়ে ছয়টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলা প্রাণ কেন্দ্র ডিমলা থানা সংলগ্ন আলম প্লাজা মার্কেটে হিরোইন বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী এক হিরোইন বিক্রেতাকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: রেজাউল করিম মাদক ব্যবসায়ী হিরোইন বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার উপজেলার মটকপুর ইউনিয়নের বোড়াগাড়ী বাবুপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র গোলাম রাব্বানী (৩৬) দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলা সদরে এসে মদকদ্রব্য হিরোইন বিক্রি করে আসছিল।

বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিক্তিতে ডিএসবি মশিউর রহমানসহ ডিমলা থানা পুলিশের সদস্যরা হিরোইন বিক্রির সময় তাকে হাতে নাতে ধরে ফেলে থানায় নিয়ে এসে সারা শরীরে তল্লাসী চালানো হলে হিরোইনের ৫টি টোপলা,একটি গ্যাস লাইট,একটি সুই ও ২৫২০ টাকা পাওয়া যায়।

এ ব্যাপারে ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন খাঁন বলেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিরোইন ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই