নীলফামারীর ডিমলায় হিরোইন বিক্রেতা আটক
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : আজ বুধবার সন্ধা সাড়ে ছয়টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলা প্রাণ কেন্দ্র ডিমলা থানা সংলগ্ন আলম প্লাজা মার্কেটে হিরোইন বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী এক হিরোইন বিক্রেতাকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
জানা যায়, ডিমলা উপজেলার পার্শ্ববর্তী উপজেলা ডোমার উপজেলার মটকপুর ইউনিয়নের বোড়াগাড়ী বাবুপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র গোলাম রাব্বানী (৩৬) দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলা সদরে এসে মদকদব্য হিরোইন বিক্রি করে আসছিল।
আজ সন্ধায় গোপন সংবাদের ভিক্তিতে ডিএসবি মশিউর রহমানসহ ডিমলা থানা পুলিশের সদস্যরা হিরোইন বিক্রেতার আসে পাশে ঘোরাফেরা করাবস্থায় হিরোইন বিক্রেতা হিরোইন সেবনকারীর জনৈক্য ব্যক্তির কাছে বিক্রয় করতে থাকলে থানা পুলিশের সদস্যরা মাদক ব্যবসায়ী রাব্বনীকে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে থানায় নিয়ে এসে সারা শরীরে তল্লাসী চালানো হলে মাদক ব্যবসায়ীর কাছ থেকে শরীরে লুকিয়ে রাখা হিরোইনের ৫টি টোপলা,একটি গ্যাস লাইট,একটি সুই ও ২৫২০ টাকা পাওয়া যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদকদ্রব্য হিরোইন ব্যবসায়ীকে ডিমলা থানার হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন খাঁন আটককৃত মাদক ব্যবসায়ীর ব্যাপারে বলেন, হাজত খানায় রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই