নীলফামারীর ডিমলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু
হামিদা আক্তার, (নীলফামারী) : সারা দেশের ন্যয় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ফেব্রুয়ারী শনিবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রনয়নের জন্য ৭ সদস্যের জামুকার প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছেন। জানা যায়, জামুকা কর্তৃক যাচাই বাছাই কমিটিতে রয়েছেন পদাধিকার বলে সভাপতি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার। কিন্তু তার অনুপস্থিতের সভাপতিত্ব করেন জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের প্রতিনিধি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী। সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মোঃ আব্দুস সবুর খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামছুল হক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ ফকরুজ্জামান ও জামুকা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ আনোয়ার হোসেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানান, অত্র ডিমলা উপজেলা ১০ ইউনিয়নের প্রায় ৪’শ জন মুক্তিযোদ্ধার তালিকায় অর্ন্তভূক্তের জন্য ২০১৪ সালে অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়নের লক্ষ্যে যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে।
মন্তব্য চালু নেই