নীলফামারীর কিশোরগঞ্জে অসহায় শিশুদের নিয়ে নবীন বরণ ও উপকরণ বিতরণ
নীলফামারীর কিশোরগঞ্জে দরিদ্র, হত দরিদ্র ও অসহায় শিশুদের নিয়ে নবীন বরণ ও শিক্ষা উপকরণ অনুষ্ঠান করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপি’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ’র কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এডিপির’র ব্যবস্থাপক নিকোলাস মূর্মু, কিশোরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, কিশোরগঞ্জ এডিপির এমিনি কর্মকর্তা মশিউর রহমান ও এডিপি’র শিক্ষা উন্নয়ন কর্মকর্তা উত্তম দাস প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র,হতদরিদ্র ও অসহায় গরীব ১৫শ শিক্ষার্থীদেরকে স্কুলগামী করার লক্ষে নবীন বরণ করা হয়। পরে তাদের মাঝে (১৫শ) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই