নীলফামারীতে শিক্ষা সপ্তাহ পালিত
হামিদা আক্তার : শিক্ষাই জাতীর মেরুদন্ড’ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের চরম শিখরে উঠতে পারে না। ন্যাপোলিয়ানের উক্তি তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো। জাতীয় শিক্ষা দিবসে এবারের প্রতিপাদ্য হলো-’শিক্ষার আলো জ্বালবো,ডিজিটাল বাংলাদেশ গড়ব’। ২৯ জানুয়ারী রোববার সকালে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পালিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/১৭। জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পরিষদ চত্তর হতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইমদাদুল হক বাদল ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার, কাজল চন্দ্র রায়। ডিমলা বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আসাদুজ্জামান কবীর জুয়েল এর সঞ্চালনায় বক্তৃতা করেন ডিমলা থানার পুলিশ প্রশাসনের পক্ষ হতে এসআই মোঃ খুরশিদ আলম ও এএসআই বিকাশ চন্দ্র রায় প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় উপজেলা বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। এদের মেধা বিকাশের জন্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।
মন্তব্য চালু নেই