নীলফামারীতে শতাধিক বিএনপির নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: গতকাল বুধবার বিকালে নীলফামারীর ডিমলায় নাউতারা আবিউননেছা উচ্চ বিদ্যালয় মাঠে নাউতারা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টুর নেতৃত্বে প্রায় এক’শ বিএনপি নেতাকর্মী জাতীয় পাটিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী জেলা কমিটির যুগ্ন আহবায়ক সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী বুলু।
ডিমলা জাতীয় পার্টির উপজেলা সভাপতি আব্দুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ও জেলা মোটর বাস মালিক সমিতির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কমিটির সদস্য শাহাদত হোসেন, জাতীয় পাটির উপজেলা কমিটির সহ-সভাপতি জাকারিয়া হোসেন রাজু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান ও সাধারন সম্পাদক রফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান লোহানী (হাবলু), যোগদানকারী নাউতারা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু। উল্লেখ্য,অনুষ্ঠানে আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম সেলেকশন করে জাতীয় পার্টির ১০টি ইউনিয়েনের মধ্যে ৮টি ইউনিয়নের নাম ঘোষনা করা হয়।
মন্তব্য চালু নেই