নীলফামারীতে জামায়াত-শিবিরের ৪ জন আটক

রোববার রাত ৮টায় নীলফামারীর ডিমলা থেকে জামায়াত শিবিরের ৪ জন কর্মী কে পুলিশ আটক করেছে ।

আটককৃতরা হলেন টেপা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের আব্দুল মমিনের পুত্র তারাজুল ইসলাম (১৯), একই গ্রামের ওসমান আলীর পুত্র জালাল উদ্দিন (২৪), তারা মিয়ার পুত্র ওসমান গনি (১৮) ও গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শরীফ (২৫)।

জানা যায়, টেপা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের জহুরুল ইসলামের বাড়ীতে শিবিরের মাসিক চাঁদা উত্তোলনের সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয় । পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা ডিমলা থানার নিয়মিত মামলায় আসামী ।

ডিমলা থানায় ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।



মন্তব্য চালু নেই