নীলফামারীতে গৃহবধূর আত্মহত্যা
নীলফামারীর জলঢাকায় বিষপানে সেলিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে । ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু ঘটে । সেলিনা জলঢাকা উপজেলার ধর্মপাল পাইটকাপাড়া গ্রামের ছালেহ মোহাম্মদের স্ত্রী ।
ছালেহ মোহাম্মদ জানান, তাদের ৫ মাসের একটি সন্তান রয়েছে । সন্তান হওয়ার পর থেকে সেলিনার মানসিক সমস্যা সৃষ্টি হয় । শুক্রবার রাতে বাজার থেকে ভুট্টার ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক নিয়ে আসেন তিনি । পরদিন সকালে কীটনাশক পান করলে সেলিনা কে মুমূর্ষু অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ।
ডোমার থানার এসআই মো. আশরাফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সেলিনার লাশ থানায় নিয়ে আসা হয় ।
এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে । রবিবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে । সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
মন্তব্য চালু নেই