দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে সততা সংঘের সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার দুপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে সততা সংঘের সদস্যদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে শপথ গ্রহণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ থানা মোঃ মোস্তাফিজার রহমান, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বুলবুল প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল, মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আলম, সততা সংঘের সদস্য ও কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ সোহানুর, মোঃ সোহেল রানা প্রমুখ। আলোচনা সভার আগে সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের প্রায় ৫ শতাধিক সদস্য শপথ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই