দিনে দুপুরে দোকানের চার লাখ টাকা চুরি : চোরসহ টাকা উদ্ধার

হামিদা আক্তার, নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার ২৩ জানুয়ারী দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাটে জিয়া ট্রেডার্সের দোকার ঘর থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরসহ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করেছে এলাকাবাসী বলে খবর পাওয়া গেছে। জানা যায়, ডাঙ্গারহাটের উক্ত দোকান মালিক বিশিষ্ট সার ও কীটনাশক বিক্রেতা মোঃ সফিয়ার রহমান আকালু তার ব্যাবসায়ী টাকা ঘটনার সময় বাড়ী থেকে এনে তার দোকান ঘরে রাখে। যোহরের নামাজ শেষে উক্ত টাকা নিয়ে ব্যাংকে জমা করবেন। ঠিক সেই সময় দোকানের পার্শ্বেই ওঁৎ পেতে থাকা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে গয়াবাড়ী গ্রামের আব্দুল আজিজের পুত্র অষ্টম শ্রেনীতে পড়–য়া ছাত্র আব্দুল গফুর (১৪) দ্রুত দোকানে ঢুকে ক্যাশ বাক্স খুলে উক্ত টাকা গুলি নিয়ে পালিয়ে যায়। এ সময় বাজারে থাকা লোকজন ছেলেটি দেখে ফেলায় তাকে দৌড়ে ঘেরাও করে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকা চোর ছেলেটিকে লোকজন টাকাসহ ধরে ফেলেন। এ সময় তাকে তল্লাসী করে তিন লাখ ৪০ হাজার টাকা পাওয়া যায়। বাকী ৫০ হাজার টাকা পালানোর সময় কোথায় পড়ে যায় তা খেয়াল করেনি ছেলেটি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় ছেলেটিকে বালাপড়া ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়েছে বলে উক্ত দোকানের ব্যবসায়ী সফিয়ার রহমান আকালু জানান। এ রির্পোট লেখা পর্যন্ত চোর ছেলেটিকে ইউনিয়ন পরিষদে আটক রয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জহরুল ইসলাম ভূইয়া বলেন, আমি গয়াবাড়ী ইউপি চেয়ারম্যানকে খবর দিয়েছি, ছেলেটির অভিভাবকে সাথে নিয়ে এসে স্থানীয় বিচার শালিশের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া যায় কিনা তা এলাকাবাসীসহ চিন্তাভাবনা করছি। কারন ছেলেটি এখনও শিশু । কি কারনে সে চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই