ডোমারের যুবক ইভটিজিং অপরাধে ডিমলা থানায় আটক
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: গতকাল সকালে নীলফামারীর ডোমার উপজেলার মটুকপুর ইউনিয়নের পাংগা গ্রামের সুমাপদ রায়ের পুত্র সুধীর চন্দ্র রায়কে ডিমলা থানা পুলিশ আটক করে নীলফামারীর কোর্ট চালান করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, ডোমার উপজেলার ঐ যুবক ডিমলায় এসে প্রায় দিন ডিমলা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় গেটের সামনে ঘোরা ফেরা করত। বেশ কিছু দিন ধরে সে প্রতিনিয়ত এসে বিদ্যালয়ে এসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ডিমলা থানা পুলিশ রোববার সকালে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ডিমলা থানায় একটি সাধারন ডায়েরী রজ্জু করা হয়। যার নম্বর-৭৮৭/১৬। তাং ২২ ফ্রেব্রুয়ারী/১৬।
ডিমলা থানা পুলিশের এসআই এম ইলিয়াছ আলীর নেতৃত্বে তাকে আটক করে আজ সকালে তাকে কোর্ট প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য চালু নেই