ডিমলা হাসপাতলে রোগ প্রতিরোধ বিষয়ে কর্মশালা
শনিবার ২৮ নভেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা ৫০ শয্যা বিশ্ষ্টি হাসপাতালের সভা কক্ষে ডাক্তার, নার্স ও হেলথ্ সার্ভিস প্রোভাইডারদের নিয়ে এক দিনের রোগ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, ডিমলা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জেড এ সিদ্দিকী, ডিমলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রাশেদুজ্জামান রাশেদ, মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা: আইনুল হক প্রমুখ।
কর্মশালায় উপস্থিত থেকে ডাক্তার, নার্স, এসএসিএমও, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকেনোলজিষ্ট, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)সহ ৫০ জন অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ছোঁয়াচে রোগ নয় এমন রোগ যেমন- সড়ক দূর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া (শিশু), সাপের কামড় (দংশন) ও আগুনে পুড়ে যাওয়ার পূর্বে কিভাবে প্রতিরোধ কিংবা ঘটনার পরে কিভাবে সেবা প্রদান করা যায় সে বিষয়ে প্রশিক্ষনার্থীদের জ্ঞান বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য চালু নেই