ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন
আজ শনিবার ২৮ নভেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা ৫০ শয্যা বিশ্ষ্টি হাসপাতালে এক্স-রে মেশিনের প্রথম বোদাম টিপে শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ।
এ সময় তিনি বলেন,দীর্ঘ দিন ধরে হাসপাতালের এক্স-রে মেশিনটি অকেজো হয়ে পড়ে থাকায় এলাকার স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষজন সাময়িক ভোগান্তি পরতে হয়েছে। আর জরুরী সেবায় এক্স-রে মেশিনটির প্রয়োজন হলে তারা এখানে সেবা নিতে পারতো না।
অনেক কাঠখড় পুড়িয়ে এ মেশিনটি সরকারের সদইচ্ছার ফলে খুব তারাতারিই আনতে পেরেছি। এর দেখ ভাল ও যতেœর দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।
তিনি বলেন, যাতে করে পরিচালনার দ্রুটির কারনে আর দ্রুত নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জেড এ সিদ্দিকী,আবাসিক মেডিকেল অফিসার (এমও) ডা: প্রদীব কুমার রায়,বালাপাড়া উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: আইনুল হক,এসএসিএমও ডা: মাসুদ করিম ও হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মন্তব্য চালু নেই