ডিমলায় শিশুদের ক্রীড়া প্রতিযোগতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : বুধবার দিনব্যাপি নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তররে উদ্যোগে ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ/১৬ উপলক্ষে শিশুদের র্যালি,আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দক্ষিন খড়িবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুর আলম। উৎসব মুখর এসব ছোট ছোট শিশুদের র্যালি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ এলাকার সকল স্তরের মানুষের ব্যাপক উপস্থিতি এলাকায় সকলের মাঝে সাড়া ফেলেছে। জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
এ ক্রীড়া প্রতিযোগীতায় ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরুস্কৃত করা হযেছে বলে আয়োজনকারী শিক্ষকবৃন্দরা জানিয়েছেন।
মন্তব্য চালু নেই