ডিমলায় মাদকদ্রব্য ও বাল্য বিবাহ নির্মূলে সমাবেশ
হামিদা আক্তার, নীলফামারী : ২৬ এপ্রিল বুধবার নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা আবিউন নেছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও বাল্য বিবাহ নির্মুলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাউতারা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লেলিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব, , ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হানিফ সরকার, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সোহরাফ হোসেন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মিয়ার উদ্দিন, নাউতারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাফ্ফর হোসেন, শালহাটী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও যুগ্ন সাধারন সম্পাদক নাউতারা ইউনিয়ন মোঃ হালিমুর রহমান, মোঃ সাইয়েন কাদির কানন সরকার প্রমূখ।
উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নাউতারা আবিউন নেছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোছাঃ নাসিরা আক্তার। উল্লেখ্য যে, সমাবেশে অত্র ইউনিয়নের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসার অষ্টম হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই