ডিমলায় ভারতীয় নাগরিক আটক

সোমবার ভোরে নীলফামারীর ডিমলা সীমান্তের ৭৯৭ নম্বর মেইন পিলারের অন্তর্গত বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ছাতনাই ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে এক ভারতীয় নাগরিক আটক হয়েছে ।

ডিমলা উপজেলার থানারহাট বিজিবি ক্যাম্পের জোয়ানরা তাকে আটক করে ।

আটককৃত ভারতীয় নাগরিক ভারতের মালদাহ জেলার চানচল থানার সদরপুর গ্রামের ফুল মহম্মদের পুত্র আব্দুর রহমান (৪০) বলে জানা গেছে । তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের ধারায় থানারহাট বিজিবির হাবিলদার সাইদুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেছে ।

এলাকাবাসীর অভিযোগ আটককৃত ভারতীয় ব্যাক্তি ভারতে বাংলাদেশী নারী পাচারের সাথে জড়িত । সে তিস্তাপাড়ের মমতাজ উদ্দিনের কন্যা মমতা (১৬) কে ভারতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি মামলা করেছে ।



মন্তব্য চালু নেই