ডিমলায় বনার্ঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ১১ ডিসেম্বর দিন ব্যাপী বনার্ঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ডিমলা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে খবর পাওয়া গেছে। জানা গেছে ,নীলফামারীর ডিমলা হানাদার মুক্ত দিবসে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হলে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযুরে স্মৃতি সৌধ ( স্মৃতি অম্লান) ডিমলা ডালিয়া সড়কের শুটিবাড়ী মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, খগাখড়িবাড়ী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, সাবেক জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, বনার্ঢ্য র‌্যালীতে ছাত্র, শিক্ষক, পেশাজীবি সংগঠন, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, সমাজ সেবক, ব্যবসয়ী, ১০ ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই