ডিমলায় পুরোহিত হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা শহরে পঞ্চগড়ের দেবিগঞ্জের গৌরী মঠের পুরোহিত অধ্যক্ষ যজ্ঞেশ্বর অধিকারী ওরফে ভিখু মহারাজকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ ডিমলা উপজেলা শাখার আয়োজনে মাসববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার বলেন, এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত যাদের সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি। সেই সাথে এই নেক্কার জনক হত্যাকান্ড আর যাতে কোথাও হতে না পারে বর্তমান আওয়ামীলীগ সরকারের পাশে থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি এবং সমাবেশ থেকে এই হত্যা কান্ডের তিব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ রফিজুল ইসলাম,আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী আবুল কাশেম সরকার প্রমুখ।



মন্তব্য চালু নেই