ডিমলায় নির্মাণ শ্রমিকের সভাপতি আইয়ুব আলী, সম্পাদক আব্দুস সামাদ
হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় ২১ জানুয়ারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন/১৭ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহনের মাধ্যমে উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ুব আলী নির্বাচনে চেয়ার প্রতিক নিয়ে নির্বাচিত হয়। অপরদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আব্দুস সামাদ। নির্বাচন কাজে রিটার্নিং হিসেবে ছিলেন হাবিবুর রহমান খান লোহানী, সহকারী রিটার্নিং মোঃ ছাইদুল বারী ও বাবু শৈলেন চন্দ্র রায়, প্রিজাইডিং হিসেবে ছিলেন মোঃ সুরুজ্জামান, সহকারী প্রিজাইডিং মাহফুজার রহমান, মনোয়ার হোসেন, ও আব্দুল কুদ্দুস। উক্ত শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সহ-সভাপতি বাবুরাম রায়, সহ-সাধারন সম্পাদক আজিমুদ্দিন, কোষাধক্ষ্য পরিমল রায়, সাংগঠনিক বাদশা রহমান, প্রচার সম্পাদক বাচ্চা মামুদ, দপ্তর সম্পাদক মধুসদন রায়। নির্বাচনে ভোট গ্রহনের সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার ও ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার প্রমুখ। উল্লেখ্য মোট ভোট ১০১২ জনের মধ্যে ৫৩৮টি ভোট প্রাপ্ত হয়। সভাপতি পদে ৩ জন প্রার্থী অজয় কুমার রায় গরুরগাড়ী মার্কা নিয়ে ভোট পান ৮৯ টি, দিপক চন্দ্র রায় চাকা মার্কায় ভোট পান ২১৫ টি এবং মোঃ আইয়ুব আলী চেয়ার মার্কা নিয়ে ২৩৪ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
মন্তব্য চালু নেই