ডিমলায় দি-হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে গণগবেষকবৃন্দের কর্মশালা অনুষ্ঠিত
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার দুইপি ইউনিয়ন খালিমা চাপানী ও বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন সংগঠনের গণ গবেষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় ৩০ জন গণ গবেষক উপস্থিত থেকে গ্রাম উন্নয়নে ও নিজেদের ভাগ্যে পরিবর্তনের প্রচেষ্টায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করেন। এ এ সময় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের রংপুর অঞ্চলের কো- অর্ডিনেটর পলাশ মন্ডল উপস্থিত গল গবেষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
কর্মশালায় ডিমলা উপজেলার ইউনিয়ন কো-অর্ডিনেটর ও সেচ্ছাব্রতী প্রশিক্ষক অজিবর রহমান লেবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন গণগবেষক আলহাজ্জ আশরাফ আলী, সেচ্ছাব্রতী প্রশিক্ষক মহববত হোসেনসহ অন্যান্য গণগবেষক প্রমূখ। উল্লেখ্য, গণগবেষকদের কর্মশালায় গ্রাম উন্নয়ন মূলক ছোট ছোট সমাবয় সমিতিগুলি কিভাবে আরো গতিশীল ও টেকসই করা যায় সে বিষয়ে ব্যাপক গবেষনা চালানো হয়।
মন্তব্য চালু নেই