ডিমলায় গ্রীষ্মকালীন মুগ ডাল, বীজ ও সার বিতরণ

হামিদা আক্তার, (নীলফামারী) : ৩০ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার তিস্তানদীর অববাহিকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০১৬-১৭ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৫’শ কৃষকের মাধ্যে মুগ ডাল, ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম শাহিন প্রমূখ। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামসুজ্জামানের সঞ্চলনায় কৃষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়েন কবীর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক, ললিদ চন্দ্র রায় প্রমূখ। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার টেপাখড়িবাড়ী, খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও পূর্ব ছাতনাই ইউনিয়নের কৃষকদের মাঝে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কৃষি র্দূযোগ ঠেকাতে আপনাদের পাশে আছে উপজেলা কৃষি অধিদপ্তর সম্প্রসারন, তাই আপনাদের যে কোন কৃষি সমস্যার জন্য মুঠো ফোনে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন সার্বক্ষনিক। কৃষি বিভাগ থেকে বিভিন্ন সুবিধা ও পরামর্শ নিতে পারবেন যেকোন সময়। তিনি আরো বলেন, কৃষি জমিতে নিয়ম মত পরিচর্চা করা হরে যে কোন ফসল অধিক পরিমানে ফলানো সম্ভব।



মন্তব্য চালু নেই