ডিমলায় কন্যাশিশু নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনে পুরস্কার বিতরণ
হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) থেকে : ১৪ জানুয়ারী সকালে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগীতায় মনির উদ্দিন ভাষানী শিশু একাডেমি কেজী স্কুল মাঠে কন্যাশিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনে শ্রেষ্ট শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়, শেষ্ট ইয়ুদ ইউনিট, শ্রেষ্ঠ অভিভাবক, শ্রেষ্ট শিক্ষার্থী ও শ্রেষ্ঠ পরিচালনা পর্ষদকে নির্বাচিত করে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়েছে।
জানা যায়, উক্ত ইউনিয়নের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ে নির্দিষ্ট ফরমে যাচাই-বাচাই চালিয়ে এবং বিভিন্ন দিক বিবেচনা করে উক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি করে শ্রেষ্ট নির্বাচন করে এই ক্রেষ্ট তুলে দেয়া হয়েছে নির্বাচিত শ্রেষ্ঠদের হাতে। শ্রেষ্ঠ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উক্ত প্রজেক্টের ইউনিয়ন কো-অর্ডিনেটর অজিবর রহমান লেবু’র সঞ্চালনায় ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক ভূইয়ার সভাপতিত্বে কন্যাশিশুর নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনের মুল বিষয় ভিক্তিক বিষদ আলোচনা করে স্বাগত বক্তৃতা করেন উক্ত প্রজেক্টের রাজেশ দে রাজু, সমন্বয়ক, রংপুর অঞ্চল, রংপুর, বীরমুক্তিযোদ্ধা ও উজ্জীবক আলহাজ্জ আশরাফ আলী, ইউনিয়ন সুজনের সম্পাদক পল্লী চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম, বে-সরকারী সংস্থা পল্লীরুপ এর নির্বাহী সম্পাদক ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আয়সা সিদ্দিকা, রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও সুন্দরখাতা স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ ইব্রাহিম কামাল,আওয়ামীলীগ বালাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আফরাইন আল মিশ্রি বাবলু, শফিকুল গণি স্বপন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও তইবুর রহমান, উপজেলা আনছার ভিডিপি কমান্ডার আবুল কালাম আজাদ ও নারী নেত্রী জাহানারা বেগম প্রমূখ। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ট বিদ্যালয়,সুন্দর খাতা স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ট শিক্ষক, শফিকুল গণি স্বপন মাদ্রাসার সহকারী শিক্ষক আশিকুর রহমান, শ্রেষ্ট অভিভাবক, বালাপাড়া বহুমূখী উচ্চ ও পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ট ইয়ুদ ইউনিট, বালাপড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়কে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ডিমলা উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়েনর ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশিশু নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনে একই ভাবে শ্রেষ্ট নির্বাচন করে ক্রেষ্ট তুলে দেওয়া হবে ১৫ জানুয়ারী ডালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
মন্তব্য চালু নেই